মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীর ল²ীরচর এলাকায় নৌ পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শাকিল হোসেন বেপারী (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে আজকা বাজার নামক এলাকা থেকে তার মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাকিল সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বলাশিয়া এলাকার মো. রহিম বেপারীর ছেলে।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

তিনি বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে আমাদের নিয়মিত অভিযানে ল²ীরচর এলাকায় মা ইলিশ নিধনকালে মাছ ধরার নৌকাকে ধরার জন্য চেষ্টা করা হয়। জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ওই ট্রলারে থাকে ৮জন জেলের মধ্যে সকলেই নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে আমরা ৭জনকে আটক করলেও একজন নিখোঁজ থাকে। পরে বাকী ৭ জনকে থানায় এনে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ওসি আরো বলেন, মরদহে থানা থেকে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি সত্য। জেলেরা পুলিশ দেখে নদীতে পালানোর সময় ওই ট্রলারে থাকা ৮ জেলেই ঝাঁপ দেয়। ৭ জনকে আটক করলে তারা তখন বলে আমাদের সাথের আরেকজন নেই। সেই নিখোঁজ জেলের মরদেহই আজকে উদ্ধার হয়। তবে ধারণা করা হচ্ছে সে নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখার সাথে শরীরের বিভিন্নস্থান আঘাত প্রাপ্ত হয় এবং ডুবে গিয়ে মৃত্যুবরণ করে।