সিরাজগঞ্জে নদীতে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অভিসার তৃপ্তি কণা মন্ডল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ওপর নির্মিত জোড়া সেতুর তলদেশের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করছিল সিরাজগঞ্জ শহরের জে কে কনস্ট্রাকশন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ওই প্রতিষ্ঠানকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।