ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের রওশনিয়া দাখিল মাদ্রাসা থেকে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে ধুলদিয়া দক্ষিনপাড়া তালতলা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক বেলায়েত প্রামানিকের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা কেএম মহসিন রেজা, সেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক ওয়াজেদ আলী, আ’লীগ নেতা আব্দুল বারিক, সোবহান আলী ও আব্দুল আলীম প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রায় প্রতিটি ভোটের সময় কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিশৃঙ্খলা হয়। বিশেষ করে ওই ভোট কেন্দ্রের মাঠে ভোটার সংকুলান হয় না। এছাড়া বৃহৎ ধুলদিয়া গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দুরত্বে এ ভোট কেন্দ্র হওয়ায় সেখানকার প্রভাবশালীরা ভোটারদেরকে নানা অজুহাতে মারপিট ও হামলা-নির্যাতন করে থাকে। এজন্য সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগে ধুলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্থাপনের দাবি জানানো হয়। এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধন,এলাকাবাসী,দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত