সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ইছামতি নদী সাঁতরে পাড় হতে গিয়ে যুবক সাগর আলী (১৮) নিখোঁজ হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবয়ড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নদী পাড় এলাকায় স্বজনদের আহাজারি ও ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সন্ধ্যায় সাগর ও তার তিন বন্ধু মিলে একডালা এলাকায় ওই নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সাঁতরে নদী পার হতে গিয়ে ২ বন্ধু তীরে আসলেও সাগর ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দল শনিবার সকাল থেকে ওই নদীতে উদ্ধার অভিযান চালায়। এখনও তার লাশ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।