ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জের ইছামতি নদী সাঁতরে পাড় হতে গিয়ে যুবক সাগর আলী (১৮) নিখোঁজ হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবয়ড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নদী পাড় এলাকায় স্বজনদের আহাজারি ও ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সন্ধ্যায় সাগর ও তার তিন বন্ধু মিলে একডালা এলাকায় ওই নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সাঁতরে নদী পার হতে গিয়ে ২ বন্ধু তীরে আসলেও সাগর ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দল শনিবার সকাল থেকে ওই নদীতে উদ্ধার অভিযান চালায়। এখনও তার লাশ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,নদী,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত