ফিলিস্তিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৮:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
ফিলিস্তিনের উপর ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে থানা ওলামা পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওলামা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওলামা পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, উপদেষ্টা মাও. আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাইদুল ইসলাম, পরিষদের সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, যুগ্মসাধারন সম্পাদক মোতালেবুর রহমান সাঈফি, আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন ও সহ-প্রচার সম্পাদক ওমর ফারুক মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী পুরুষসহ শিশুদের উপর অমানাবিক হামলা ও হত্যাযোগ্য চলছে। এ হামলার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে। এরআগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে প্রেসক্লাব চত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসুল্লি।