ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে দূর্গা উৎসব

শৃঙ্খলা রক্ষায় ৩৫ হাজার আনসার ভিডিপি মোতায়েন

শৃঙ্খলা রক্ষায় ৩৫ হাজার আনসার ভিডিপি মোতায়েন

রংপুরে দূর্গা উৎসবের শৃঙ্খলা রক্ষায় ৩৫ হাজার আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে।শারদীয় দূর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলায় ৩৫ হাজার ৭শ ৬৮জন প্রশিক্ষিত আনসার/ভিডিপির সদস্য শৃঙ্খলা রক্ষার কাছে দায়িত্ব পালন করছেন।

১৯শে অক্টোবর হতে ২৪শে অক্টোবর পর্যন্ত ৬দিন রংপুর বিভাগের ৮টি জেলার ৫৫৭৬টি পূজা মন্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)’র সদস্যরা বাংলাদেশ পুলিশকে সহায়তার মাধ্যমে আইন শৃংখলার রক্ষার কাজে দায়িত্ব পালন করবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, নির্দেশনায় বিভাগের আনসার/ভিডিপির জেলা কমান্ড্যান্টগন পূজা মন্ডপের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার/ভিডিপি সদস্যদের ঝুকিপূর্ন মন্ডপে ১জন পিসি একজন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলা ভিডিপি সহ ৮জন, কম ঝুকিপূর্ণ মন্ডপে ১জন পিসি, ৩জন পুরুষ ও ২ জন মহিলা ভিডিপি সহ ৬জন ও সাধারণ মন্ডপে ১জন এপিসি ১ পুরুষ,২জন করে মহিলা সহ ৪জন ভিডিপি সদস্য দায়িত্ব পালনে রয়েছে।

উল্লেখ্য, রংপুর জেলা ৯৫৭টি মন্ডপের জন্য ৫৯২৬জন আনসার/ভিডিপি এর সদস্য, কুঁড়িগ্রাম জেলার ৫৫৩টি মন্ডপের জন্য ৩৫২৮জন, লালমনিরহাট জেলা ৪৭৩টি মন্ডপের জন্য ৩০৭৬জন, গাইবান্ধা জেলা ৬৩৬টি মন্ডপের জন্য ৪০৩৮জন, নীলফামারি জেলা ৮৮৭টি মন্ডপের জন্য ৫৬৩৮জন, দিনাজপুর জেলা ১২৯১টি মন্ডপের জন্য ৮৪৪০ জন, ঠাঁকুরগাও জেলা ৪৭৭টি মন্ডপের জন্য ৩১৫৪ জন, পঞ্চগড় জেলা ৩০২টি মন্ডপের জন্য ১৯৬৮জনসহ মোট: ৩৫৭৬৮ জন আনসার ভিডিপি সদস্য শান্তি শৃঙ্খলার কাজ করে যাচ্ছেন।

রংপুর রেঞ্জ পরিচালক শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত হওয়ার প্রাক্কালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে আইন শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন এবং আনসার ভিডিপিদের দায়িত্বে থাকাকালীন ডিউটি পরিদর্শন ও তদারকিও পালন করবেন বলে সূত্রে প্রকাশ করেন।

শৃঙ্খলা,ভিডিপি,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত