বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনা -১৭ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের সিএসও (আরসি) ড. মো: সিদ্দিকুর রহমান, কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দিন ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান এবং বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এসও কৃষিবিদ মো: খান জাহান আলী। সঞ্চালনায় ছিলেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের এসএ-১ মো : হাবিবুর রহমান। বিনা -১৭ ধানের এই মাঠ দিবসের সমাবেশে ধনুটের ১০০ জন কৃষক - কৃষাণী অংশগ্রহণ করেন।