নারায়ণগঞ্জে একরাতে বিভিন্ন এলাকা থেকে বিএনপির অন্তত ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১০ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী আমরা ১২ জনকে গ্রেপ্তার করেছি।‘
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘গতরাতে নারায়নগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশ এই অভিযান চালিয়েছে। অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরেও তাদের গ্রেপ্তার করে নতুন মামলায় জড়িয়ে দিয়েছে।‘
তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন করে অন্তত ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ধারাবাহিক গ্রেপ্তার করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরী করতে চাচ্ছে। ১০ ডিসেম্বরের মত ধরপাকড় করেও এই সরকার সমাবেশ বানচাল করতে পারবে না।’
জেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, ,নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. খোরশেদ মোল্লা, সহ সভাপতি অ্যাড. সিদ্দিক, সদস্য সামসুল হক, জেলা শ্রমিকদল নেতা কামাল হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য হুমায়ুন, রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী ।