ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে টেকনাফ মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

ওই সময় হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ ক্যাম্প-২৭ রোহিঙ্গা শরনার্থী রফিকা (২৫), লেদা, ২৬নং রোহিঙ্গা ক্যাম্প, এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ ৯নং এর নুরজাহান (৪০) কে গ্রেফতার করা হয়। ওই সময় ২৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ আরো বলেন, এইঘটনা নিয়ে টেকনাফ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

টেকনাফ,ইয়াবাসহ,নারী গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত