সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মনোতোষ (৩২) হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ যুবককে যাবজ্জীবন কারান্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।
এ দন্ডাদেশপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খাস সোনামুখী মধ্যপাড়া গ্রামের শ্রী সুজন কুমার সরকার, বিশ্বাস বাড়ি গ্রামের রুবেল, সড়াতৈল গ্রামের রায়হান সরদার বলরামপুর পূর্বপাড়া গ্রামের শিপন, ইউসুফ আলী ও লিটন মন্ডল । এরমধ্যে যাবজ্জীবনপ্রাপ্ত রায়হান সরদারকে ৩৪ ধারায় আরো ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির বুধবার দুপুরে এ রায় দেন। এ সময় ৫ আসামী উপস্থিত ছিল এবং আসামী সুজন কুমার পলাতক রয়েছে। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত আসামী রায়হান সরদার ও শিপন মনোতোষের বাবার স-মিলে কাজ করতো। এ সময় রায়হান সরদার মনোতোষের বাবার কাছ থেকে ২২ হাজার টাকা ধার নেয়। কিছুদিন পর ওই স-মিলটি বন্ধ হয়ে গেলে তারা অনত্র কাজ করে। পাওনা টাকার জন্য রায়হান সরদারকে নানা রকম চাপ সৃষ্টি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর রায়হান শিপনের বাড়িতে পিকনিকের আয়োজন করে এবং এ অনুষ্ঠানে মনোতোষকে দাওয়াত করে। মনোতোষ সুজনকে সঙ্গে নিয়ে ওইদিন রাতে পিকনিকে অংশগ্রহণ করে। এ পিকনিক খাওয়ার পর আসামীরা মনোতোষকে বেঁধে রেখে তার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে তারা মনোতোষকে হুরা সাগর নদীর পাড়ে ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে তারা মাদক সেবন করে এবং মনোতোষকে মদের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে মদ খাওয়ানো হয়। এতে সে নিস্তেজ হয়ে পড়লে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে কচুরী পানা দিয়ে তার লাশ ঢেকে রাখে এবং তারা মনোতোষের আত্মীয়স্বজনের উল্লেখিত মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।