যমুনায় ইলিশ ধরার দায়ে ১৫ জেলের কারাদন্ড
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৫ জনকে ১০ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনভর চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় মা ইলিশ ধরার দায়ে তাদের গ্রেফতার করা হয় এবং প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে উল্লেখিত কারাদন্ডাদেশ দেয়া হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়ছে।