মিরসরাইয়ে লরি চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের বিএসআরএম কারখানার স্ক্র্যাপবাহী লরি চাপায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম তানজিনা আক্তার (১৪)। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তানজিনা আক্তার ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে হয়রত শাহসুফী মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদ্রাসা প্রকাশ বড়দারগারহাট বুড়া হুজুর মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য সড়ক পার হতে গেলে বিএসআরএম কারখানার স্ক্রাপবাহি ব্যাপরোয়া লরি চাপার ওই মাদ্রাসা ছাত্রীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। লরির বেপরোয়া গতির কারনে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, মাদ্রাসা ছাত্রী নিহতের ঘটনায় বিএসআরএম কারখানার স্ক্রাপবাহি একটি লরি হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আটককৃত লরি মোহাম্মদ আলী এন্টারপ্রাইজের ব্যানারে পরিচালিত হয়।