রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

ঢাকায় বিএনপি’র মহাসমাবেশের আগে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে  নিয়মিত অভিযানে তারা গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার সমাবেশে নেতাকর্মীদের যোগ দেওয়া ঠেকাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী, গ্রেপ্তারসহ হয়রানি করছে।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন জানান, বুধবার (২৫ অক্টোবর) রাতে পুলিশ নগরীর ৬টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ও হারাগাছ সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলকে গ্রেপ্তার করেছে।

তারা বলেন, গ্রেপ্তারের মাধ্যমে পুলিশ ঢাকার সমাবেশে নেতাকর্মীদের ঢল আটকাতে পারবে না। আমরা সকল জুুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করবো ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, স্বাভাবিক দিনের মত পুলিশ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে। বুধবার এ কার্যক্রমে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।