সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ছানোয়ার হোসেন (৬০), আব্দুস সালাম টুপা (৬৬), সুমন সরকার (৪০), নয়ন (৩৯), মানিক (২২), আশরাফুল আলম (৩৫), আবুল বাশার (৩৫), সোহেল রানা তালহা (৩২), সিরাজুল ইসলাম (৪০), গোলাম কিবরিয়া (৪১), আনোয়ার চাকলাদার (৪৫), মজিবর রহমান (৪২) ও হাবিবুল বাশার (৩৯)। গ্রেফতারকৃতরা জেলার তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের জামায়াত বিএনপির নেতাকর্মী।
সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতভর উল্লেখিত গ্রামঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।