ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলো, পাবনার সুজানগর উপজেলার শারীরভিটা গ্রামের কিরণ খানের স্ত্রী ফারজানা আক্তার আঁখি (২৯) ও জামালপুরের ইসলামপুর উপজেলার মন্যারচর গ্রামের এলাস শেখের ছেলে মোহাম্মদ বিশাল (২৮)।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে থামে এবং সেখানে ওই ট্রেনের মেসিয়ার হিসেবে কর্মরত বিশাল নেমে পড়ে। এ সময় বিশাল চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এরআগে একই স্টেশন এলাকায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আঁখি মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মৃত্যু,নারী,ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত