যমুনা নদীতে নিরবে ডুবে গেল কোটি টাকা মূল্যর টাগ বোট
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৯:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিরবে ডুবে গেল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টাগ বোট। এ বোটের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাউবোর ওই টাগ বোটের সাহায্যে নদী ভাঙন কবলিত এলাকায় জরুরি কাজে বøক পরিবহন করা হতো। এ টাগ বোট নিরাপদের জন্য যমুনা নদীর জেলখানা ঘাট এলাকায় রাখা ছিল। যমুনায় স্রোত না থাকলেও শুক্রবার দুপুরের দিকে ওই বোট নিরবে ডুবে যায়।
এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে বলেন, ডুবে যাওয়া বোটের নিচে কিছু অংশ দিয়ে পানি প্রবেশ করতো। সম্ভবত এজন্যই হঠাৎ করে বোটটি ডুবে গেছে। তবে এটি মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এ ক্ষেত্রে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের গাফলতি নেই। ডুবে যাওয়া বোটটি উদ্ধার বিষয়ে কোন মন্তব্য করতে তিনি অস্বীকার করেন।