সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের সরোয়ার হোসেন (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈর গ্রামের সাদ্দাম (৩২)। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেনের পিপিএম দিক নির্দেশনায় শুক্রবার রাতে সলংগা থানার রাধানগর গ্রামে অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ সরোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৯’শ টাকা জব্দ করা হয়েছে। এদিকে ওইদিন বিকেলে উল্লাপাড়া উপজেলার নওকৈড় বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৪’শ পিস ইয়াবাসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।