ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের উপর হামলা এবং গাড়িতে অগ্নি সংযোগসহ সাধারণ জনগনের জানমালের ক্ষতি সাধনের প্রতিবাদে নাটোরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ।

রোববার(২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামায়াতের সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস করা। তাদের আন্দোলন হচ্ছে মানুষের জানমালে আগুন দেয়া। তারা মানুষের ওপর অত্যাচার-নির্যাতন তাদের মূল লক্ষ্য। বিএনপি-জামায়াত আবার প্রমান করেছে তারা সন্ত্রাসী দল। তাদের নিষিদ্ধ করা দরকার। বিএনপি-জামায়াতকে দেশের মানুষ চায় না। সেজন্য তাদের হরতালে কেউ সাড়া দেয়নি।

নাটোর পৌর আওয়ামীলীগে সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, সৈয়দ মুর্তজা আলী বাবলু প্রমুখ।

নাটোর,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত