সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, কয়েকটি আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বিএনপির হরতাল বিরোধী সফল করতে রোববার থানা আওয়ামীলীগের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল। সকালে দলীয় অফিসে গিয়ে তারা দেখতে পান, থানা আ’লীগের সাধারণ সম্পাদকের কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতের কোনো এক সময় পূর্ব পাশের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে এ আগুন ধরিয়ে দেয়া হয়।
এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল, আলমারি, বিভিন্ন আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওই থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।