ভাঙ্গুড়ায় বিএনপি জামাতের ২৩ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৮:২৬ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৭),নুর মুজাহিদ স্বপন (৫৭), মোঃ রাজু আলী মোল্লা (২৮), মোঃ জাফর ইকবাল হিরোক (৫৪), মোঃ রিপন হোসেন (৩২), মোঃ বায়েজিদ বোস্তামী (২৩), অধ্যক্ষ আবু সাঈদ (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩০), মোঃ আব্দুর রাজ্জাক ( ৫০), মোঃ শাহাদাত হোসেন (৩২), মোঃ আব্দুল খালেক (৪৭), মোঃ আব্দুল হাসান (৪৫), মোঃ আবুল হোসাইন (৩৪), মোঃ সাহেব আলী (২৪), মোঃ রাশিদুল ইসলাম (৩৭), মোঃ মোকছেদুল ইসলাম (৩৩), মোঃ আলামিন (৩৩), মোঃ ইসলাম (৫০), মোঃ নুরুজ্জামান (৫০), মোঃ রমজান আলী (২৮), মোঃ জিয়াউর রহমান (৩৭), মোঃ আঃ মোনায়েম (৫৫), মোঃ মিনহাজ অভি(২৩)। গ্রেফতারকৃতরা জেলার চাটমোহর ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মী।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবারে তাদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।