ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ 

সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের পদত্যাগ ।

সোমবার বিকাল চারটায় এস এম আল মামুন নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন । তিনি বলেন, দশ বছর ধরে সীতাকুণ্ড উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছি । চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি । উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র চার মাস আছে তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য এবং রাজনীতির মাঠে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজ সোমবার দুপুরে স্হানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র পেশ করেছি ।

সচিব দুই একদিনের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করলে এই পদটি শুণ্য হবে বলে তিনি জানান ।

উল্লেখ্য, এস এম আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম (৪) সীতাকুণ্ড আংশিক আকবরশাহ্ এলাকার সাবেক দুই বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব এবিএম আবুল কাশেম মাষ্টার মহোদয় এর বড় পুত্র । উপজেলা সূত্রে জানা গেছে, এই পদটি শুণ্য হলে বর্তমান উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যানকে ভার প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব দিতে পারে স্হানীয় সরকার মন্ত্রনালয় ।

সীতাকুণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত