অবরোধ

চট্টগ্রামে তিন বাসে আগুন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চট্টগ্রামে মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

এদিন সকাল ৯টা পর্যন্ত সড়কে যানচলাচল কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানবাহন বেড়ে যায়। নগরজুড়ে সমানে চলেছে রিকশা, অটোরিকশা, টেম্পু, মিনিবাসসহ ব্যক্তিগত গাড়ি। সর্বাত্মক অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একই দিন ৯ টা পর্যন্ত সব ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চলেনি দুরপাল্লার বাস কোচ।

এদিকে অবরোধের আগের রাতে চট্টগ্রামে তিনটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

এরপর মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চট্টগ্রাম-হাটহাজারী রোডের ট্যানারি বটতলা এলাকায় আরেকটি সিটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ১০ নম্বর বাসটিতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।