হালুয়াঘাটে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন থানা পুলিশ।

গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকার কদমতলী গ্রামের একটি ফসলি জমি থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকার মো.আমিনুল ইসলাম (৩২)নজরুল ইসলাম (৩৮)কামাল হোসেন (৩৫) কদমতলী বাজার সংলগ্ন সিমান্ত সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করেছ এমন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সোমবার (৩০অক্টোবর) সকালে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়।