সিরাজগঞ্জে গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দা গ্রামে ২ সন্তানের জননী গৃহবধূ নার্গিস বেগমকে (৩৮) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর শশুড় আনছের আলী (৬৫), ননদ রাবেয়া খাতুন (৩০) ও দেবর ইয়াকুব আলীকে (৩৫) আটক করা হয়েছে। নিহতের স্বামী ইউনুস আলী সাংবাদিকদের জানান, প্রায় বিশ বছর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামের নুরুল ইসলামের মেয়ে নার্গিস বেগমকে বিয়ে করি।
এ বিয়ের পর থেকে বাড়ির লোকজন শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। এরই জের ধরে শুক্রবার আমার পরিবারের লোকজন আমাকে মারধর করেন। এতে আমার স্ত্রী প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় তারা। একপর্যায়ে সোমবার গভীর রাতে তারা আমার স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলে লাশ ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে প্রচার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, গৃহবধুর শ্বশুরসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এটি হত্যা নাকি আতœহত্যা তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।