চলমান অবরোধের দ্বিতীয়দিন

মৈত্রী এক্সপ্রেসে হামলা, ভাঙচুর

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৭:১১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

চলমান অবরোধের দ্বিতীয়দিন বুধবার পাবনার ঈশ্বরদীতে কলকাতা -ঢাকা গামী  আন্তদেশীয় বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় অবরোধকারীরা। আজ বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। এতে ট্রেনের বাইরের অংশের গ্লাসের ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কোনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী রেলওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যথারীতি যাত্রাবিরতি দেয়। সেখানে অপারেশনাল কাজের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঈশ্বরদী লোকশেড এলাকা অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনে অবরোধকারীরা  পেট্রল,  পাথর ও ইট ছুড়ে। এতে ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাত লেগে লাইনে ও আরেকটি পাশে পড়ে যায়। তবে ট্রেন সেখানে দাঁড়ায়নি।

হামলার ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এসপি শাহাবুদ্দিন বলেন, ‘স্থানীয় রেল পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। ঘটনাস্থল পৌঁছে বিস্তারিত জানানো যাবে।’