ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ‘মা’ ইলিশ ধরায় ২ জেলের জরিমানা

সিরাজগঞ্জে ‘মা’ ইলিশ ধরায় ২ জেলের জরিমানা

সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরায় ২ জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনভর সিরাজগঞ্জর সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে করা হয় এবং নদী থেকে একটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের উল্লেখিত টাকা জরিমানা করা হয় এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসসহ জব্দকৃত ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।

এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,ইলিশ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত