সারা দেশের ন্যায় বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে পুলিশ চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ ৯ জনকে আটক করে ।
বুধবার (১ নভেম্বর) শহরের বিভিন্ন স্থান থেকে ৯জনকে আটক করা হয়।
সড়কে নাশকতা করার অভিযোগে আটক ব্যাক্তিরা হলেন- চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি (৫৬), পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান (৪২), সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান (৬৫), কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ প্রধানিয়া (২৭), বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী (৩৫), সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু (৩৫), পৌর ১২ ওয়ার্ডের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিম্মত খান (৬৪) কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল (২৪), পৌর ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তপাদার (২২)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীস আলম।
বিএনপির ডাকে গত রোববার হরতালের পর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চলছে। তবে মাঠে বিএনপির নেতাকর্মীদের তৎপরতা কম ছিল। চাঁদপুর জেলা জুড়ে পুলিশ লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে কাজ করছে। তবে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, নাশকতার চেষ্টাকালে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে ৯জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।