পাবনার সাঁথিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা পষিদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার হোসেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সুবিধাভোগী রাসেল ও সানজিদা প্রমূখ।