ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধে বিজিবির টহল

সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

তিন দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিএনপি নেতাকর্মীরা। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই বিক্ষোভ করা হয়। এ ছাড়া লাকুটিয়া এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকালে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সামনে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা করে বরিশাল মহানগর ছাত্রদল। পরে পুলিশ এসে সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া বরিশাল নগরীসহ মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি। পাশাপাশি কাজ করছে র‌্যাব, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে যাত্রী সংকটের কারণে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে কয়েকটি লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস। তবে মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

সড়ক,প্রতিবন্ধকতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত