ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে এমপি’র প্রতিষ্ঠানের গাড়িতে আগুন

সীতাকুণ্ডে এমপি’র প্রতিষ্ঠানের গাড়িতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এমপির প্রতিষ্ঠানের একটি লড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় উপজেলার পৌরসদরের পন্থীছিলা শেখ পাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান বুধবার বিকাল তিনটা তিরিশ মিনিটের দিকে মহাসড়কে চলাচলরত ঢাকা মুখি একটি রড বোঝাই লড়িতে পন্থীছিলা এলাকায় অবরোধ কারী দুই মোটর সাইকেল আরোহী পেট্রোল বোমা ছোড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রড বোঝাই লড়িটির চালক ও হেলপার আহত হয় এবং লড়িটির সামনের অংশ পুড়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রড বোঝাই লড়িটি সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের প্রতিষ্ঠানের (ডিএবি) বলে তিনি স্বীকার করে বলেন অবরোধ কারী নাশকতাবাজ আগুন সন্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ ।

সীতাকুণ্ড,গাড়ি,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত