ফেনীর লালপুলে চিনি বোঝাই ট্রাকে আগুন 

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১২:২০ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় চালক তখন গাড়িতে ছিল না। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কীভাবে আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, বুধবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আমাদের সাথে তখন পুলিশ ও বিজিবি ছিল। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। গাড়িতে চিনি ছিল। আগুন লাগার সূত্রপাত খুঁজেছি কিন্তু তা পায়নি। তবে ধারণা করা হচ্ছে গান পাউডার কিংবা পেট্রোল মেরে আগুন লাগিয়েছে। এসময় চালকের খোঁজো পাওয়া যায়নি। গাড়িটি এস আলম গ্রুপের বলে জানতে পেরেছি। 

ওয়াসী আজাদ আরও জানান, একই সময় সড়কে একটি গাছ কেটে ফেলা হয়েছে সেটিও আমরা সরিয়ে সড়ক স্বাভাবিক করি।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানে না বলে জানান। একই কথা জানালেন থানার ওসি তদন্ত মাহফুজুর রহমান।