ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানিকৃত আলু বাংলাদেশে প্রবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলু বোঝাই চারটি ট্রাক বাংলাদেশের প্রবেশ করেছে।

মেসার্স নিশাত ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করছেন। চার গাড়িতে মোট ১১০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ হয়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এছাড়াও আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

এর আগে হিলি বন্দরের ২২ আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানির অনুমতি পায়। প্রথম ধাপে ১৫ হাজার ২০০ মেট্রিক টন আলু আমদানি হবে এ বন্দর দিয়ে।আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন আমাদের প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেনকে বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি হচ্ছে। সব খরচ মিলিয়ে প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি করা সম্ভব হবে।

দিনাজপুর,আলু,আমদানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত