ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সায়মা ওয়াজেদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অভিনন্দন 

সায়মা ওয়াজেদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অভিনন্দন 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করছেন। তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ এ অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর শাহ্ আজম তার অভিনন্দন বার্তায় জানান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদ প্রত্যেকেই শিশুদের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সায়মা ওয়াজেদ যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন তা অনন্য। তাঁর বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। এতদসঙ্গে তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সায়মা,অভিনন্দন,ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত