সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের আরও ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৮:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরো ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযানে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতার সংখ্যা ২২৯ জন।
সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সিরাজগঞ্জ সদরে ১২, রায়গঞ্জে ৭, এনায়েতপুরে ৩, শাহজাদপুর ২, সলংগায় ২, বেলকুচিতে ১, কাজিপুরে ১, কামারখন্দে ১ ও চৌহালী উপজেলায় ১ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ২৪ ঘন্টায় এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।