মৈত্রী এক্সপ্রেসে হামলার ঘটনায় ঈশ্বরদীতে বিজিবি মোতায়েন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৮:৫২ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের শেষদিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) পাবনার ঈশ্বরদীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার পর বিজিবি মোতায়েন করলো প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যে হামলা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত। এ নৈরাজ্যমূলক ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ঈশ্বরদীর কেপিআইভুক্ত এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি সম্পদ ও ঈশ্বরদীবাসীর জানমাল রক্ষা করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন তাদের ছাড় দেওয়া হবে না।

চলমান অবরোধকে কেন্দ্র করে ঈশ্বরদীতে বুধবার কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা করে দুর্বৃত্তরা। এতে জানালার গ্লাস ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রোল বোমার বোতল জব্দ করে পুলিশ।