ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মাসেতু হয়ে প্রথমবারের মতো ঢাকা ছুটলো বেনাপোল এক্সপ্রেস

পদ্মাসেতু হয়ে প্রথমবারের মতো ঢাকা ছুটলো বেনাপোল এক্সপ্রেস

পদ্মাসেতু হয়ে ঢাকা উদ্দেশ্যে প্রথম বারের মত যশোরের বেনাপোল থেকে ছেড়ে গেল যাত্রীবাহি ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এরমধ্যে দিয়ে পদ্মাসেতু রেলপথ ব্যবহারে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এলাকার মানুষদের।

বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে যশোরসহ আরও কয়েকটি স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।

বেনাপোলের আমড়াখালি গ্রামের বাসিন্দা ইলিয়াস হোসেন। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি বলেন, 'ঢাকায় যাওয়ার কথা ছিল আরও তিনদিন আগে। শুধু মাত্র পদ্মা সেতু হয়ে ট্রেনে করে ঢাকা যাবো এজন্য তিনদিন দেরী করে আজ ঢাকায় যাচ্ছি বেড়াতে। অনেক ভালো লাগছে।

ঢাকার মুগদা থেকে বেনাপোলের কাগজপুকুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলে রেহেনা আক্তার। তিনি বলেন, 'বাংলাদেশ যে কতটা উন্নত হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না।

বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার জাকির হোসেন বলেন, বেনাপোল থেকে ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে আগের থেকে অনেক সময় কম লাগবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। প্রথমবারের মতো বেনাপোল এক্সপ্রেসের এ যাত্রায় যাত্রীরা অনেক আগ্রহ ও উচ্ছসিত হয়ে ভ্রমণ করছে।

তিনি বলেন, যশোর নড়াইল হয়ে আরেকটি পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ চলছে। এটি আগামী বছর উদ্বোধন হবে বলে জেনেছি। এটি চালু হলে মাত্র তিন ঘন্টা লাগনে ট্রেনে ঢাকা যেতে।

পদ্মাসেতু,বেনাপোল এক্সপ্রেস,,বেনাপোল,এক্সপ্রেস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত