ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতার জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শোক র‌্যালী ও বাস স্ট্যান্ড শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে।

পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাপাসিয়ার প্রতিটি মসজিদে জুময়া নামাজের পর দোয়ার আয়োজন করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পালিত,দিবস,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত