কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতার জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শোক র্যালী ও বাস স্ট্যান্ড শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে।
পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাপাসিয়ার প্রতিটি মসজিদে জুময়া নামাজের পর দোয়ার আয়োজন করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।