সিরাজগঞ্জ জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৫ গুণ বেশি হাজতি ও কয়েদি বন্দি রয়েছে। এতে বন্দিদের খাবারের সমস্যা না হলেও থাকার সমস্যা হচ্ছে। তবে বন্দিদের কারাগারে থাকতে তেমন সমস্যা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কারাগারে ৩৩২ জন পুরুষ ও ২০ জন নারী বন্দিসহ ৩৫২ জনের ধারণ ক্ষমতা রয়েছে।
সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৭২৬ জন হাজতি ও কয়েদি রয়েছে এবং এরমধ্যে নারী ৬১ জন। ওই কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলা কারাগারে বন্দিদের জন্য ৭টি বহুতল ভবন রয়েছে এবং এসব ভবনে বিভিন্ন মামলার হাজতি ও কয়েদিরা রয়েছে। এসব বন্দিদের কারাগারের নিয়মনীতির দিক নির্দেশনা দেয়া এবং তাদের দেখাশোনা ও ভালোর পথে আনার চেষ্টা করা আমাদের কাজ। এখন বন্দি বেশি হলেও দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে না।
আরো বন্দি আসলেও দায়িত্ব পালনে সমস্যা হবে না। বন্দি হিসেব করে নিয়মানুযায়ী খাবার দিতে কোনো সমস্যা নেই। বন্দিদের কারাগারে থাকার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তবে বন্দি বেশি থাকায় এখন বন্দিরা রিলাক্সে থাকতে পারছেনা বলে তিনি উল্লেখ করেন।