শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত

মিরসরাইয়ে পুড়ে গেছে দুটি বসতঘর

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ

  মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দেলু মেম্বার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় বাড়ির আবু মুসা ও মোহাম্মদ হাসানের পরিবার।

ক্ষতিগ্রস্থ মোহাম্মদ হাসান জানান, ধান, চাল, স্বর্নালংকার, আসবাবপত্রসহ কিছু রক্ষা করা সম্ভব হয়নি। 

ইছাখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার ওয়ার্ডের দেলু মেম্বার বাড়িতে অগ্নিকান্ডে খবরে দ্রæত ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর মিলে আগুন নেভাতে সক্ষম হয়।’

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, ইছাখালী ইউনিয়নে আাগুনের খবর পেয়ে দ্রæত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। সময় মতো না গেলে আরো ৪ থেকে ৫টি বসতঘর পুড়ে যেত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।