সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৭:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামে পানিতে ডুবে শিশু নুসরাত খাতুনের (৩) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। শিশুর অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে নুসরাতকে তার পরিবারের লোকজন না পেয়ে বহু খোজাঁখুজি করে। সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।