সিরাজগঞ্জে চার হাজার পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের আকবর আলীর ছেলে। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় শনিবার ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।