ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গুরুত্ব প্রদান করে শুরু থেকে সবাইকে একতাবদ্ধ করেছেন। নারী-পুরুষ-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে গেঁথে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতার পর দেশকে পুনর্গঠনে তিনি সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার পরকিল্পনা গ্রহণ করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শনিবার সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করতে হলে নিজেদের মাঝে আন্তসম্পর্কের দরকার হয় যা সমবায় বিভাগ তৈরি করে। সমবায় ভিত্তিক অর্থনীতি দেশকে দ্রæত উন্নয়নের দিকে নিয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম ন্যায্যতার ভিত্তিতে সমবায় ভিত্তিক কৃষি প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ ও বিভিন্ন পেশার শ্রমিকগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এর আগে বেড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, এই বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ ও বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশকে আমরা উন্নয়নের সোপানে নিয়ে যেতে চাই। কাঙ্খিত গন্তব্যে দেশকে পৌছাতে হলে আমাদের সংবিধান অনুযায়ী সুষ্ঠু গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।

সম্মিলিত,দেশ,প্রচেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত