চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে রোববার বিএনপি জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও কোন বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। নগরীর পতেঙ্গা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার উপ পরিদর্শক মো. ফিরোজ জানান, খুব ভোরে পোশাক শ্রমিকদের বহনকারী বাসটিতে আগুন দেয়া হয়। এ সময় বাসে কেউ ছিলনা। বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এই ফাঁকে দুর্বৃত্তরা এসে বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা বাসটির আগুন নেভানোর কাজে অংশ নেন। কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে।
জামায়াত-বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের পাশাপাশি শনিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে মহানগর বিএনপি। সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয় দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।