ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধ 

ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন-ভাঙচুর

ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন-ভাঙচুর

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন পাবনার ঈশ্বরদীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৫ নভেম্বর) সোয়া সন্ধ্যা ৭টার দিকে শহরের রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেটে এসে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে রেলগেটে রেললাইনের উপর অগ্নিসংযোগ করে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা। এসময় রেলগেটের কাছে একটি ট্রাকে ও ৪/৫ টি অটোরিকশা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

অবরোধ,বিএনপি,জামায়াত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত