চট্টগ্রামের আনোয়ারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বাস পুড়ে ছাই

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজারে বিএনপির দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেড এর শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর ৪টায় গাড়ি চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের পরামর্শে গাড়িটি ওয়ার্কশপে নেওয়া হয়।  এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।  

এর আগে রোববার রাত ১১টার দিকে নগরের অক্সিজেন মোড়ে রেল গেট এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণ আসলে বাসটি বায়েজিদ থানায় নিয়ে যাওয়া হয়।