‘উত্তরবঙ্গের মহাসড়কে আগুন সন্ত্রাসীদের আর ঠাই হবে না’
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ২২:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, উত্তরবঙ্গের মহাসড়কে আগুন সন্ত্রাসীদের আর ঠাই হবেনা। যারা বাস ট্রাকে আগুন দিযয়ে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের হাত ভেঙে দেয়া হবে। এ মহাসড়কে যারা যান চলাচলে বিঘœ ঘটাবে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় জামায়াত-বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আছেন। নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না। আগুন সন্ত্রাস করে ২০১৮ সালে সিরাজগঞ্জের গণেশ নামে একজনকে হত্যা করা হয়েছিল। সিএনজিতে পেট্রোল বোমা মেরে তাকে হত্যা করা হয়। এজন্য আবারো বিএনপি জামায়াতের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে।
মহাসড়কে এ অবস্থান কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব খোকাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।