ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেপরোয়াগতিতে যাওয়া একটি প্রাইভেটকার পিছন থেকে ইঞ্জিনচালিত অপর একটি ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।

মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় আহত ভ্যানের এক নারী যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো একটি প্রাইভেটকার। দ্রুতগতির ওই প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকা অতিক্রমকালে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের পুকুরে পরে যায়।

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। প্রাইভেটকারে শুধু চালক ছিলেন। দুর্ঘটনার পর পরই তিনি পালিয়ে গেছেন। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তাদের একটি দল পানিতে ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছেন।

নিয়ন্ত্রণ,প্রাইভেটকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত