ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ধর্ষণের শিকার হলো প্রতিবন্ধী তরুণী

সিরাজগঞ্জে ধর্ষণের শিকার হলো প্রতিবন্ধী তরুণী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঞ্চনেশ্বর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে প্রতিবন্ধী তরুণী (৩২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় যুবক সঞ্জিত কুমার উরাওয়ের (২৩) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সে ওই গ্রামের অজিত কুমার উরাওয়ের ছেলে। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২৩ অক্টোবর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সুযোগে সঞ্জিত কুমার উরাও তাকে পাশের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘরে না আসায় তাকে খুজতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এ সময় পায়ের স্যান্ডেল ও গেঞ্জি ফেলে পালিয়ে যায় ওই যুবক। এ ঘটনায় স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করা হয়। এ আপোষে ব্যর্থ হয় স্থানীয় মাতব্বররা। অবশেষে সোমবার রাতে তরুণীর ভাই বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

অভিযূক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ,প্রতিবন্ধী,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত